এবার অভিষেককে খোকাবাবু বলে কটাক্ষ দিলীপ ঘোষের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ভাইপোর বদলে এবার খোকাবাবু। রবিবার ডায়মন্ডহারবারের জনসভা থেকে তাকে ভাববাচ্যে “ভাইপো” না বলে সরাসরি তার নাম ধরে আক্রমণ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল সাংসদের সেই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন দমদমের হনুমান মন্দিরে পুজো দিয়ে অভিষেককে “খোকাবাবু” বলে ব্যাঙ্গ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন,” ভাইপো বলায় আপত্তি আছে? তবে খোকাবাবু বলে ডাকব। আর এই খোকাবাবু মমতার কোলে চড়ে সাংসদ হয়েছেন, এখনও কোলেই আছেন।” বঙ্গ রাজনীতিতে এখন ভাইপো কার্যত “হট কেক”। দিলীপ ঘোষ-বাবুল সুপ্রিয় থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় এমনকী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মহ: সেলিম, সবারই আক্রমণের লক্ষ্য-” ভাইপো”। গতকালের সভা থেকে সেই ভাইপো পর্ব চুকিয়ে সরাসরি তার নাম ধরে আক্রমণের পরামর্শ দিয়েছেন তৃণমূলের “যুবরাজ”। তাঁকে পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন,” খোকাবাবু এখনও ছোট আছে। তাই কোলে কোলেই থাকে।” ডায়মন্ডহারবারের সাংসদ রবিবার সরাসরি নাম করে দিলীপ ঘোষকে “চোর–গুন্ডা-মাফিয়া” বলে আক্রমণ করেন। যা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, “ভবিষ্যতে আরও গুন্ডামি করবো। উনি ৭ কোটি টাকার বাড়িতে থাকেন,আর আমি থাকি লোকের বাড়িতে। যারা রক্ত-ঘাম দিয়ে তৃণমূলকে এনেছে তারা রাস্তায় দাড়িয়ে।”