দলের ক্ষতি করছে প্রশান্ত কিশোর: জটু লাহিড়ী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : পিকের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ বাড়ছে তৃণমূলে। আরও বলা যেতে পারে লাগামছাড়া “বিদ্রোহ” শুরু জোড়াফুল শিবিরে। এবার সরাসরি প্রশান্ত কিশোরকে তৃণমূলের বর্তমান “দুরবস্থার” জন্য দায়ী করলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। এমনকী আই প্যাক সংস্থাকে দেওয়া অর্থের সূত্র নিয়েও প্রশ্ন তুলেছেন হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন , ‘পিকের মতো ভাড়াটেদের এনে সফলতা পাওয়া যায় না।’ শনিবার জটু লাহিড়ি বলছিলেন, ‘একদিন হঠাৎ শুনলাম দল পরিচালনার জন্য আসছেন এক ভোট বিশেষজ্ঞ। পিকে না কী নাম যেন! আমাদের মুখ্যমন্ত্রীর যা ক্ষমতা আছে, বাইরের কাউকেই দরকার নেই। কিন্তু পিকে এখানে আসার পর আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। বহুবার আমায় অপমানিত হতে হয়েছে।” তবে দলের নির্দেশ থাকলেও, তিনি যে টিম পিকের কথা শুনতে বাধ্য নন, তাও স্পষ্ট করে দিয়ে শিব্পুরের বিধায়ক বলেন, “মাস দুয়েক আগে ওরা এসে বলল যে তিনটি যাত্রা করতে হবে। আমি পরিষ্কার তাঁদের জানিয়ে দিয়েছি যে তাঁদের কথা আমি শুনব না। আর আসার দরকার নেই আমার কাছে। জেলা সভাপতি রয়েছেন। তাঁর নির্দেশ মানব আমি। বাইরের কারও নয়।’ এরপর টিম পিকেকে দেওয়া অর্থের সূত্র কী জানতে চেয়ে জটু লাহিড়ীর প্রশ্ন, “পিকে বা তাঁর দলকে এত এত টাকা কে দিচ্ছে? আমার কাছে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে ওই যুবক বেতন পান ৩০ হাজার টাকা। ৪৫ হাজার টাকা মাইনে পান ওই ভদ্রমহিলা। এত টাকা এদের কে দিচ্ছে? সারা রাজ্য কত মানুষ এভাবে টাকা পাচ্ছেন?” তবে তার মতে দলকে জেতাতে পিকের উপর ভরসা করা ভুল হয়েছে, তার জন্য মমতা বন্দোপাধ্যায় “একাই একশো”।