কলকাতা
টালা ট্যাঙ্ক এর ফাটল ধরা পাইপে মেরামতির জন্য উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আজ ও রবিবার টালা ট্যাঙ্ক এর ফাটল ধরা পাইপে মেরামতির জন্য উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে। গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রোডের কাছে পাইপে ফাটল ধরা পরে। আজ সারাই এর কাজ শুরু হবে চলবে রবিবার সকাল পর্যন্ত। তবে সকলের নিয়মিত জল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে পুর সভা সূত্রে জানানো হয়েছে।