তারাতলায় বিজেপি কর্মীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন কৈলাস বিজয়বর্গীয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : তারাতলায় বিজেপি কর্মীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন কৈলাস বিজয়বর্গীয়। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে প্রতিবাদ মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় তারা তলায়। বেশ কিছু বিজেিপ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। পুলিশ তাদের মিছিল আটকে দেয়। পরিস্থিতি যখন অগ্নিগর্ভ তখনই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মিছিলে যোগদান করার আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
আগে থেকে অনুমতি নেওয়া থাকলেও পুলিশ বিজেপির মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন কৈলাস বিজয়বর্গীয়। গ্রেফতারি বরণ করে বিজেপি নেতা বলেন, ‘মমতা সরকার প্রজাতান্ত্রিক অধিকার থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করছেন। মানুষের প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে চাইছেন। পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে’। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির প্রতিবাদ মিছিল প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, ‘রাজ্যে শান্তি রাখতে দেবে না বিজেপি। সেকারণেই চক্রান্ত করে এই ধরনের অশান্তি তৈরি করা হচ্ছে। মাঝেরহাট ব্রিজ তৈরি শেষ হয়ে গিয়েছে। দ্রুত সেটা খোলা হবে।তা জানার পরেও বিজেিপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনের কোনও অর্থই হয়না। অশান্তি ছড়াতেই বিজেপি এই মিছিলের আয়োজন করেছিল বলে অভিযোগ করেছেন তিনি’।