“ভাইপোর সম্পত্তির হিসাব দিন”: সুজন চক্রবর্তী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজই শুনুকপাহাড়ির জনসভা থেকে সিপিএমকে “লোভী” বলে আক্রমণ করেন মমতা। সঙ্গে সঙ্গে তৃণমূলকে ত্যাগী বলে “ক্লিনচিট”দেন তিনি।এরই পাল্টা সুজন চক্রবর্তী বলেন, ‘ ভাইপোর সম্পত্তি কত বেড়েছে তার হিসেব কোথায়। সেই হিসাব আগে দিন। ’বুধবার বাঁকুড়ার রাজনৈতিক সভা থেকে বিজেপি – সিপিএম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা। সিপিএমকে কটাক্ষ করে মমতা বলেন, ‘সিপিএমকে দেখে লজ্জা হয়। এরা বিজেপির পায়ে পড়েছে নিজেদের চুরি বাঁচবার জন্য। তোমরা চুরিও করেছো ডাকাতিও করেছো।” এরই জবাবে সুজনবাবু বলেন, ‘ভাইপোর সম্পত্তি কত বেড়েছে তার হিসেব কোথায়? ব্যানার্জি পরিবারের কী অবস্থা, মমতা প্রকাশ করুন। তিনি তো ক্ষমতায় রয়েছেন। সিপিএম নেতাদের সম্পত্তির হিসেব তাঁর কাছ রয়েছে। ক্ষমতা থাকলে তা প্রকাশ করুন।’ তবে এখানেই শেষ নয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুজন চক্রবর্তী বলেন , ‘আসলে উনি বুঝে গিয়েছেন যাবার সময় হয়ে গিয়েছে। মানুষ তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে। তাই ভুলভাল বকছেন। সিপিএমকে লোভী বলছেন! হিম্মত থাকলে তাঁর দলের নেতাদের সম্পত্তির হিসেব দিন মমতা। তৃণমূল আমলে তাদের নেতারা কীভাবে ফুলেফেঁপে উঠছে তা রাজ্যের মানুষ দেখছে’।