নারদা কান্ডে ববি হাকিম, মদন মিত্র ও প্রসূন ব্যানার্জিকে নোটিশ পাঠালো ইডি।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক, কলকাতা: ঘুষ কেলেঙ্কারি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ প্রসূন ব্যানার্জী ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের সম্পত্তির যাবতীয় তথ্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে সূত্রে খবর। আরো জানা গেছে, তাঁদের ঘনিষ্ঠদেরও যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।ইডি সূত্রে জানা গেছে, যদি নোটিসের কোনো উত্তর না পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। এই ব্যাপারে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস, যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে। বিজেপির পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘আইনের হাত অনেক লম্বা যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি পেতেই হবে’।তিনি আরো বলেন, ‘এবার সৌগত রায় কি বলেন দেখি। বর্ষীয়ান নেতা সৌগতবাবু আজকাল অনেক জ্ঞানের কথা বলছেন, জ্ঞানের কথা শোনাচ্ছেন’।বিজেপি নেতা বলেন, ‘আশা করবো আইন যেন আর ছাড় না দিয়ে সময় না নিয়ে যথাযত ব্যবস্থা নেয়’।