কলকাতা
কৃষ্ণনগর, লালগোলা শাখা সহ শিয়ালদহ ডিভিশনের সবকটি শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কৃষ্ণনগর, লালগোলা শাখা সহ শিয়ালদহ ডিভিশনের সবকটি শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে, দিনে ৬১৩ টি ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে বেশি ট্রেন চালানোর উপরে জোর দেওয়া হয়েছে। তবে কোনও শাখাতেই এখনই মহিলা স্পেশাল ট্রেন চালানো হবে না বলেও রেল জানিয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় লোকাল ট্রেন পরিষেবা আগের মতো চালু করার দাবি উঠেছে। ইতোমধ্যেই ট্রেন চালানোর দাবি নিয়ে রেলকে চিঠি পাঠিয়েছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া প্রমুখ।