বাম-কংগ্রেস জোটের প্রতিবাদ, আজ বিজেপিতে যোগ দিচ্ছেন সিপিএম কাউন্সিলর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আজই আগামী বিধানসভা নির্বাচনে জোটের বিষয় নিয়ে আলোচনায় বসার কথা বাম ও কংগ্রেস নেতৃত্বের। আর আজই সেই জোটের বিরোধিতা করে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন কলকাতা পুরনিগমের এক বাম কাউন্সিলর। ২১ এর বিধানসভায় নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করতে আজ থেকেই কৌশল তৈরি করে এগোনোর কথা বিজেপির। আর সেদিনই বাম শিবির ছেড়ে কলকাতা পুরনিগমের এক “প্রভাবশালী” জন প্রতিনিধির বিজেপিতে যোগ কিছুটা হলেও বাড়তি অক্সিজেন দেবে গেরুয়া শিবিরকে। হিসেবে দল ভাঙানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরে। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবারই বিজেপিতে যোগ দিতে পারেন কলকাতার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিংকু নস্কর। ২০১৪ সালে তিনি মথুরাপুর থেকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী সিএম জাটুয়ার কাছে হেরে যান। কিন্তু সিপিআইএম থেকে বিজেপিতে কেন? সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আর কেউ নীতি-আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের জোট হত না। দলবদলের ব্যাপারে কর্মী–সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।’ রিংকু নস্করের স্বামী মানস মুখোপাধ্যায় আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন।