দিলীপ ঘোষ এখানে না থেকে গুজরাতে চলে যান : বিকাশ ভট্টাচার্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : সোমবার বারাসতে “চায়ে পে চর্চা”য় বাংলাকে গুজরাত বানানোর হুশিযারী দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে সঙ্গেই তার কথার পাল্টা জবাব দেয় তৃণমূল। এবার তৃণমূলের পাশে এসে দাড়ালেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এমনকী সরাসরি দিলীপ ঘোষকে গুজরাতে চলে যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যসভার এই সাংসদ। নিজের ফেসবুকে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এক বিজেপি নেতা বলেছেন, এই বাংলাকে গুজরাট বানাবেন। অত কষ্ট করার কি প্রয়োজন? ঐ নেতা তাঁর দলবল নিয়ে গুজরাট চলে গেলেই পারেন।” এর আগেও একাধিক ক্ষেত্রে বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-গুজরাতের তুলনা টানতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। সেই চিন্তা-ভাবনার সঙ্গে বাংলার মেধার তুলনা টেনে তিনি বলেন,”বাংলা গুটি কয়েক নোবেল পুরস্কার এনেছে। গুজরাট বানালে সেটা আসবে না। ” এর আগে গরুর দুধ ও গো মূত্র থেকে সোনা পাওয়ার টোটকা দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার সেই বক্তব্যকে কটাক্ষ করতেও ছাড়েননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার মতে, ” ঐ নেতা গোমুত্রেই সোনা পাবেন গুজরাটে গেলে। বাংলায় ওসব পাবেন না। গো মাতার সেবা করতে হলে গুজরাট যাওয়াই ভাল।”