ভরসন্ধেয় জনবহুল এলাকায় শুটআউট।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : জনবহুল এলাকায় শুটআউট। আর তা ঘিরে ভরসন্ধেয় চাঞ্চল্য ছড়াল হাওড়া শিবপুরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুবককে শুধু গুলি নয়, গুলি চালানোর পর এলোপাথারিভাবে কোপায় দুষ্কৃতীরা। আর এক যুবক গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত। ইতিমধ্যে ঘটনার একাধিক সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনান্ত করেছে শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই খুন। সোমবার রাত ১০ টা নাগাদ নৃশংস এই খুনের ঘটনাটি ঘটে হাওড়া রামকৃষ্ণপুর লেনে। স্থানীয় সূত্রে খবর, ওই সময় ওই রাস্তা ধরে বন্ধু শেখ আবদুল্লার সঙ্গে বাইকে আসছিলেন শিবপুর পিএম বস্তির বাসিন্দা সাহিল আহমেদ নামে ওই যুবক। তখনই তাঁদের ঘিরে ফেলে পাঁচ যুবক। আবদুল্লা ও সাহিলকে বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। এর পরই তাঁদের লক্ষ্য করে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সাহিল আহমেদের মাথায় গুলি লাগে। সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তায়। তার পরই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। পালানোর সময় এক দুষ্কৃতীর পকেট থেকে একটি পিস্তল পড়ে যায়। এদিকে বিভিন্ন এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিবপুরে দুষ্কৃতীদের এই দুই গোষ্ঠীর মধ্যে বরাবর বিবাদ রয়েছে। তাদের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।