“২১ এর নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী নেই” : দিলীপ ঘোষ।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আর কয়েকমাস বাদেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই চুড়ান্ত আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করেছে ডান-বাম সবপক্ষ। তবে লোকসভায় ১৮ আসন পাওয়ায় বিজেপি এখন আত্মবিশ্বাসী। ধীরে ধীরে পায়ের তলায় জমি শক্ত হচ্ছে বিজেপির। আর এই নির্বাচনে বিজেপির কোনও প্রতিদ্বন্দী আছে বলে মনে করেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, “একুশের নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমরা প্রস্তুত, বাকিরা ঘর সামলাতে ব্যস্ত।” রবিবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ। বরানগর মণ্ডল আয়োজিত চা-চক্রেও যোগ দেন তিনি। এদিন ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়িতে চড়ে টবিন রোডের ওই চায়ের আসরে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ” সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে এই রাজ্য। বিভিন্ন জায়গা থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতারি চলছে।” আজই রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিযেছে রাজ্য। তাতেও খুব একটা বিচলিত নন দিলীপ ঘোষ। যাই হোক বিধানসভা নির্বাচনে বিজেপি আসছেই বলে দাবী দিলীপ ঘোষ।