আগে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করুক, তারপর এখানে ভাববেন : ফিরহাদ হাকিম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাংলায় রাষ্ট্রপতি শাসনের”পরিস্থিতি” তৈরি হয়েছে বলে শনিবার ইঙ্গিত দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকী রাজনৈতিক কারণে একাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। এমনকী রাজ্যের আইন- শৃঙ্খলা নিয়েও রাজ্যকে কাঠগড়ায় দাড় করিয়েছেন তিনি। যার পাল্টা জবাব দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন,” রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে উত্তরপ্রদেশে আগে করুন। বিজেপি শাসিত এই রাজ্যে এনকাউন্টারে মারা হয়, দলিতরা অত্যাচারিত হয়। দিল্লিতে দাঙ্গায় ৫২ জন প্রাণ দিয়েছেন। আগে সেখানে করুন।” এমনকী ৩৫৬ কে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন ফিরহাদ। বলেন,” এখানে রাজনৈতিক অপপ্রচার চলছে। ৩৫৬ কে রাজনৈতিক কারণে কাজে লাগানো হচ্ছে। কারন এখানে শান্তি আছে। সেটাই বিঘ্নিত করতে চাইছে বিজেপি। ” রাজ্যে প্রায় ১২৭ জন বিজেপি কর্মীকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলে অভিযোগ দিলীপ ঘোষ। তা উড়িয়ে দিয়ে ফিরহাদ বলেন, ” আমি চ্যালেঞ্জ করলাম, রাজনৈতিক কারণে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে প্রমাণ করুক দিলীপ ঘোষ।”