“মারলে মারতে পারে, তবুও মা মানুষের সেবা করে যাব” : ফিরহাদ হাকিম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : নির্বাচন যত এগিযে আসছে, ততই যেন “কুকথা”র বন্যা বইছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির ‘শ্মশানে পাঠিয়ে দেব’ মন্তব্যের জবাবে এবার পাল্টা গান্ধীগিরির পথে হাটলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার এদিন ফিরহাদ বলেন, ‘মারলে মার খাব। কিন্তু মানুষের সেবা করা বন্ধ করতে পারব না।” পাশাপাশি এদিন ফিরহাদ হাকিম আরও বলেন, ‘বিজেপি গুন্ডাদের দল। তাদের কাছ থেকে এমন কথাই স্বাভাবিক।” রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে তৃণমূলের উদ্দেশে কড়া আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন, যাঁরা দুষ্টুমি করে তাঁদের বলছি, আগামী ৬ মাসের মধ্যে নিজেদের শুধরে নিন। আর তা না হলে তাঁদের হাত–পা, পাঁজর, মাথা ভেঙে দেওয়া হবে। এমন অবস্থা করা হবে যে বাড়ি যাওয়ার আগে তাঁদের হাসপাতালে যেতে হবে।’ রাজ্য বিজেপি সভাপতি এর পরই রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, ‘তৃণমূলের লোকজন যদি নিজেদের সংযত না করেন তা হলে একেবারে শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে তাঁদের।’ তারই পাল্টা এদিন শান্তভাবেই উত্তর দেন ফিরহাদ।