কান টানা হয়েছে এবার মাথা আসবেই : বাবুল-সুপ্রিয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: রাজ্যে বেআইনি কয়লা কারবার নিয়ে এর আগেই এর আগে বহুবার সরব হয়েছেন বাবুল-সুপ্রিয়। এমনকি এই কয়লা কারবার নিয়ে মামলার মুখেও পড়তে হয়েছে তাকে। এমনকী ২০১৬ সালে পশ্চিমভঙ্গে বেআইনি কয়লা কারবারের ব্যাপারে তৎকালীন কয়লামন্ত্রী পীযূষ গোয়েলের কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সু্প্রিয়। সম্প্রতি বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুরুলিয়ার কুখ্যাত কয়লা ‘ব্যবসায়ী’ লালাকে সিবিআই গ্রেফতার করার পর নাম না করে এই বেআইনি কারবারে তৃনূমুল যোগ নিযে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার পরিষ্কার বক্তব্য, ‘কান টানলে মাথা আসবে।” সরাসরি না বললেও বাবুলের ইঙ্গিত— কয়লার এই বেআইনি ব্যবসার সঙ্গে রাজ্যের শাসকদলের একাংশ জড়িত রয়েছে। এর আগে ২০১৬ সালে পশ্চিমভঙ্গে বেআইনি কয়লা কারবারের ব্যাপারে তৎকালীন কয়লামন্ত্রী পীযূষ গোয়েলের কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, তার পরও একাধিক বার রাজ্যে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্যের কথা তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও মন্ত্রী বাবুল সুপ্রিয়র কয়লা মাফিয়াদের নিয়ে এই তৎপরতাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তাপস রায়। তিনি বলেন, ‘এ সব করে কোনও লাভ হবে না। তিনি বরং গানবাজনা নিয়েই থাকুন।’