কলকাতা
পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে মুকুল রায়, সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায়। দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার এপ্রান্ত থেকে ওই প্রান্ত।দিবারাত্র পরিশ্রম, সঙ্গে জনসংযোগ। আগামী 5 তারিখ অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরকে সফল করতে চলছে প্রস্তুতি। সঙ্গে সব সময়ের জন্য সঙ্গী কৈলাস বিজয়বর্গীয়। আজ হটাৎ কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে হাজির হলেন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। রাজনৈতিক মহলে উস্কে দিলেন জল্পনা। কি কারণে বা কেন তিনি শিল্পীর বাড়িতে গিয়েছিলেন সে বিষয়ে বিশদ কিছু জানা যায়নি।