অবশেষে ৭২ ঘন্টার মধ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভের পর নড়েচড়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকাল ট্রেন নিয়ে জনগনের মধ্যে ক্ষোভের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের সাথে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। অবশেষে রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করতে রাজি হল । আজ রেলের সাথে রাজ্যের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ১০ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে বাংলায়। কালী পুজোর পর অবস্থা বুঝে বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যা।কোভিড বিধি মেনেই সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালাতে রাজ্য আগ্রহী । এক্ষেত্রে রেলকে সাহায্য করতে প্রস্তুত সরকার। আজ সেই বৈঠকেই লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা অতিমারী পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস রেল পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ৭২ ঘন্টার মধ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন।