রাজনীতির করোনা বিজেপি: ফিরহাদ হাকিম।
নিউজ বেঙ্গল ৩৬৫ নিউজ ডেস্ক: এবার বিজেপিকে করোনা ভাইরাস বলে তীব্র আক্রমন করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গোটা পুজোই এবার কার্যত করোনা আতঙ্কে কেটেছে। আর এবার সেই করোনার মতনই “বিজেপি আতঙ্ক”র ইস্যু টেনে আনলেন ফিরহাদ। এদিন গেরুযা শিবিরকে আক্রমণ করে ফিরহাদ বলেন,” রাজনীতির করোনা ভাইরাস হল বিজেপি ৷ এই ভাইরাস যত তাড়াতাড়ি বাংলার বুক থেকে যাবে ততই মঙ্গল ৷” এর আগেও একাধিকবার ফিরহাদের গলায় বিজেপিকে চড়া সুরে কটাক্ষ করতে দেখা গিয়েছে। দশমীর দিনও একইভাবে বিজেপিকে “অসুর” বলে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন,‘‘ মা দুর্গা অশুভ শক্তির অসুরকে বধ করেছিলেন ৷ ঠিক সেই ভাবেই বাংলার বুক থেকে এই অশুভ বিজেপি-র বিনাশ করুন, এই প্রার্থনাই করেছি ৷’’ রাজ্যে প্রায় প্রতিদিনই বিজেপি কর্মীদের উপর শাসকদলের “সন্ত্রাস” বাড়ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এমনকি দশমীর দিনও এক বিজেপি কর্মীকে “খুন” করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও সোমবার তা খারিজ করে ফিরহাদ হাকিম বলেন,” বিজেপি বাংলাকে গুজরাত বা উত্তরপ্রদেশ বানাতে চাইছে ৷”