বউবাজারের এলআইসি ভবনের ক্যান্টিনে আগুন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আগুন বউবাজারের এলআইসি ভবনের ক্যান্টিনে। শনিবার রাত তিনটেয় এই আগুন লাগে। জখম ৩। পুলিশ সূত্রে খবর, রাত তিনটেয় বউবাজারে এলআইসি ভবনের চার তলার ক্যান্টিনে আগুন লাগে। আহতদের দুই জনের অব্স্থা আশঙ্কাজনক। গণেশ চন্দ্র অ্যাভেনিউয়ের অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যুর পর পরই বউবাজারে এলআইসি ভবনের চার তলার ক্যান্টিনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকা পড়ে বাড়ির চারপাশ। ভিতর থেকে ভেসে আসে আটকে পড়া মানুষের চিৎকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়। অগ্নিদগ্ধ বাড়ির ভিতর থেকে তিন জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁদের মধ্যে দুই জনের জখম গুরুতর।রবিবার সকালে দগ্ধ বাড়িটিতে পৌঁছে তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।