কলকাতা
আজ থেকে টানা ১৬ দিনের পুজোর ছুটি সরকারি দপ্তরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কলকাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে টানা ১৬ দিনের পুজোর ছুটি শুরু হলেও করোনা পরিস্থিতিতে জরুরী কাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নবান্নে চব্বিশ ঘণ্টা কন্ট্রোল রুম খুলে রাখা সহ কিছু সংখ্যক কর্মী ও আধিকারিকদের প্রতিদিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এইজন্যে বিশেষ রস্টার তৈরি করা হয়েছে। করোনা পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও বিপর্যয় মোকাবিলার কাজে সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি আগেই বাতিল করা হয়েছে। রাজ্য সরকার এন আই অ্যাক্টে সপ্তমী থেকে বিজয়া এবং ৩০শে অক্টোবর লক্ষী পুজোর দিন ছুটি দিলেও বাকি দিনগুলিতে প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছে। নভেম্বরের ২ তারিখ অফিস খুলবে বলে জানানো হয়েছে।