কলকাতা- লন্ডন পরিষেবা বন্ধ করা যাবে না: মমতা বন্দোপাধ্যায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা নিয়ে রাজ্যের তরফে বেশ কিছু ছাড়ের ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই অতিমারির মধ্যেই প্রায় ১০ বছর পর কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালু হয়। বর্তমানে সপ্তাহে মাত্র ২ দিন এই পরিষেবা চালু আছে। যদিও শুরুতেই খুব একটা আশাব্যঞ্জক সাড়া না পাওয়া যাচ্ছে না বলে সম্প্রতি রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রক। কিন্তু এই পরিষেবা কোনও ভাবে ব্যহত হোক তা চাননা রাজ্যের প্রশাসনিক প্রধান। সে কথা মাথায় রেখেই এদিন বেশকিছু বাড়তি সুবিধার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন নবান্ন থেকে পুজোর সময় প্রমোদ ভ্রমনের জন্য সুসজ্জিত দোতলা বাস পরিষেবার সূচনা করেন তিনি। সেখানেই মূখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,” কলকাতা- লন্ডন যে পরিষেবা চালু করা হয়েছে, সেই পরিষেবা বন্ধ করা যাবে না। কলকাতা নর্থ-ইস্ট এর গেটওয়ে, এইট সিস্টার স্টেটএর গেটওয়ে। এর গুরুত্ব আলাদা। আমি কেন্দ্রকে অনুরোধ করব এই বিমান প্রতিদিন চলুক আর স্থায়ীভাবে চলুক। এর জন্য রাজ্যের তরফে কোন বাড়তি সুবিধা দিতে হলে আমরা সেটা দেব। তবে ভায়া নয়, সরাসরি কলকাতা থেকে এই ফ্লাইট চলুক।” চলতি সপ্তাহেই এই বিষয় কেন্দ্রকে চিঠি দেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যেহেতু ইউরোপ বা লন্ডন থেকে ফ্লাইট যাতায়াত করবে, সেক্ষেত্রে কলকাতায় ফ্লাইট নামার পর সরকার নিজেই “র্যাপিড টেস্ট” করিয়ে দেবে বলেও জানান মূখ্যমন্ত্রী। বলেন,” আমরা দ্বায়বদ্ধ। এখানে ফ্লাইট আসলে আমরাই র্যাপিড টেস্ট করিয়ে নেব।” পাশাপাশি এদিন পুজোর সময় কোভিড সম্পর্কে সচেতনতার বার্তাও দেন তিনি। বলেন,” যেখানেই যান মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করুন। আর হ্যা সামাজিক দুরত্ব বাড়াবেন না। ওটা ঠিক না। শারীরিক দুরত্ব বাড়ান।” এই পুজোর মরসুমে মঞ্চ শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে প্রথম দিকে নিষেধ করলেও এদিন তা কিছুটা শিথিল করেন মুখ্যমন্ত্রী। বলেন,” আপনার পুজো মন্ডপের আশেপাশে কোন অনুষ্ঠান করবেন না। তবে মুক্তমঞ্চ বা অডিটরিযামে ২০০ জনকে নিয়ে অনুষ্ঠান করুন। শিল্পীরাও খুব কষ্টে আছে। তাদের দিকটাও ভাবতে হবে।”