রাজ্য সরকার পর্যটন উন্নয়নকে পাখির চোখ করেছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন থেকে দুটি ডবল ডেকার বাসের উদ্বোধন করেন। আধুনিক এই ডাবল ডেকার বাস গুলি পর্যটকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটনস্থল গুলি ঘুরিয়ে দেখাবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পর্যটন উন্নয়নকে পাখির চোখ করেছে। কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান-পরিষেবা চালু করার ব্যাপারেও তিনি উদ্যোগী হয়েছেন। নিগমের তরফে জানানো হয়েছে, কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অচেনা স্থানগুলিকে জনমুখী করে তোলার উদ্দেশে ডাবল ডেকার বাস পরিষেবা শুরু হল। কলকাতা ভ্রমণসূচিতে থাকছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন্স চার্চ, জিপিও, ডালহৌসি, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন্স, লালদিঘি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের মতো জায়গাগুলি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১১টায় বাস গুলি চালানো হবে। টিকিট বুক করতে হবে অনলাইনে তবে আপাতত সীমিত সংখ্যক যাত্রী চড়তে পারবেন। বাসের মধ্যে বিভিন্ন জেলার লোকশিল্পীরা যাত্রীদের আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠান করবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।