লোকাল ট্রেন চালু না হওয়ায় ফুঁসছেন সাধারণ যাত্রীরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করোনা আবহে আনলক ৫ এ অনেক মুশকিল আসান হলেও লোকাল ট্রেন চালু না হওয়ায় এখনও ফুঁসছেন সাধারণ যাত্রীরা। স্পেশ্যাল ট্রেনে চড়ার দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে যাত্রীদের বিক্ষোভেই প্রকাশ পাচ্ছে সেই ক্ষোভ।বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত সাধারণ মানুষের সেই দুর্দশার কথা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন । কলকাতা ও তার আশপাশে দুর্গাপুজোর আগেই লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবিও জানিয়েছেন তিনি।চিঠিতে সাংসদ স্বপন দাশগুপ্ত লিখেছেন, মার্চে লকডাউনের শুরু থেকে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন বন্ধ হয়ে রয়েছে। জীবন ও জীবিকার প্রয়োজনে বাংলার বেশিরভাগ মানুষের ভরসা এই লোকাল ট্রেন। এতদিন ধরে যা বন্ধ থাকায় পেটে টান ধরেছে সাধারণ মানুষের। কষ্টে রয়েছেন তাঁরা। তাঁদের অধিকাংশকেই অতিরিক্ত খরচ করে এই করোনা পরিস্থিতিতে ভিড় বাসে যাতায়াত করতে হচ্ছে পেটের তাগিদে।১৫ অক্টোবর থেকে মুম্বইয়ের শহরতলিতে পুরোদমে পরিষেবা চালু করতে চলেছে রেল। সাংসদ স্বপন দাশগুপ্ত সেই কথা উল্লেখ করে রেলমন্ত্রীর কাছে দুর্গাপুজোর আগে কলকাতা ও তার আশপাশে লোকল ট্রেন পরিষেবা চালু করার আর্জি জানিয়েছেন। ‘আপনার কাছে আবেদন, যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে পুরোদমে লোকাল ট্রেন চালু করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই সে ক্ষেত্রে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সাধারণ যাত্রীদের।