ফের টুইট “বোমা” রাজ্যপালের। এবার সেই বিতর্কিত পাগড়ি প্রসঙ্গ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ফের টুইট “বোমা” রাজ্যপালের। এবার সেই বিতর্কিত পাগড়ি প্রসঙ্গ। এই ইস্যুতেই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়া ময়দানের মিছিল থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয় বলবিন্দর সিং নামক একজনকে। বিজেপির অভিযোগ, গ্রেফতারের সময় তার পাগড়ি খুলে নেয় কলকাতা পুলিশ। যা নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। সোমবার রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে দু’টি টুইটে বলবিন্দর সিংয়ের ইস্যু সামনে আনেন তিনি। এমনকি বলবিন্দর সিং এর সঙ্গে কার্যত অমানবিক আচরণ করা হয়েছে বলেও তোপ দাগেন ধনকড়। এছাড়া আরেকটি টুইটে নিজেকে বদলানোর সময় এসেছে বলেও মুখ্যমন্ত্রীকে খোচা দেন জগদীপ ধনকড়। রবিবারই বলবিন্দরের সঙ্গে পুলিশের এই আচরণের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয় শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ধনকড়। এরপর বিষয়টি নিয়ে টুইট করে তিনি তীব্র প্রতিবাদ জানান। টুইটারে লেখেন, এমনটা কোনও সভ্য দেশে হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।