বাম-কংগ্রেস জোট নিয়ে কটাক্ষ দিলীপ-ফিরহাদের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : এবার বাম- কংগ্রেস জোট নিযে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর অধীর চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন বামেদের সঙ্গেই জোট করতে হবে। হাইকমান্ডে কে সামনে তুলে ধরে জোটের পক্ষে জোড় সওয়াল করেন অধীর। আর সেই জোট নিযে স্বামী-স্ত্রী প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,” জোট নিয়ে বলার কি আছে। ওদের তো জোট আছেই। এ আবার বলার কি আছে! স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বারবার মেসেজ দিতে হয়। আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে হয়, সেই রকমই। ঝগড়া আছে বলেই বাসনে ঠোকা ঠুকি হচ্ছে। এ আবার নতুন কি!” অপরদিকে এই জোট নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার বক্তব্য, ” এটা খুব লজ্জার। আমরা একসময় কংগ্রস করতাম। এই সিপিএম আমাদের ৫০ হাজার কর্মীকে খুন করেছিল। তাদের সঙ্গেই জোট। মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ তৃণমূল করার জন্য। কংগ্রেস আগে সিপিএমের বি টিম ছিল, এখন এ টিমে পরিণত হয়েছে ।”