নবান্ন অভিযানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- দীর্ঘ লকডাউনের পর জেলা সফর পুনরায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই পূর্ব ঘোষিত মতে আজ বিজেপির নবান্ন অভিযান ঘিরে শহরে টানটান উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এমন ঘটনার দিন শহরে ছিলেন না মুখ্যমন্ত্রী। তবে জেলা সফরে গিয়েও বিজেপির নবান্ন অভিযানের ওপর নজর ছিল সার্বক্ষণিক। তাই শহরে ফিরেই বিজেপির নবান্ন অভিযানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে ডিজির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই যখন কলকাতার রাজপথ ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী থেকেছে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে, ঠিক তখনই দুপুর আড়াইটে নাগাদ হাওড়া ডুমুরজলায় একলব্য স্কুল মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামার পরে সেখান থেকে সোজা মুখ্যমন্ত্রী চলে যান নবান্নে। যদিও আজ এবং আগামিকাল স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্রিনিংয়ের জন্য নবান্ন বন্ধ রয়েছে। তাই সেখান থেকে ফিরে যান। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কনভয় ভবানী ভবনের দিকে ছুটে যায়। আর সেখানে ডিজি কন্ট্রোল রুমে বসেই বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ডিজির সঙ্গে বৈঠকেও বসেছেন তিনি। তবে বৈঠকে কী বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।