কলকাতা
বাইপাসের ধারে হসপিটালে জায়গা নেই :ডা: কুনাল সরকার
নিউস বেঙ্গল 365, কলকাতা: প্রখ্যাত চিকিৎসক ডা: কুনাল সরকার স্বাস্থ্যমন্ত্রকে কাতর আবেদন জানিয়ে টুইট করলেন। তিনি জানিয়েছেন, ‘530 টি কোভিড বেড আছে, কিন্তু গত পাঁচ দিন যাবৎ একটিও বেড খালি নেই। তিনি স্বাস্থ্যমন্ত্রককে অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘তাড়াতাড়ি একটা সমাধান দরকার’। ডা: কুনাল সরকারের টুইট করে এই আবেদন থেকেই বোঝা যায় কলকাতায় করোনা মহামারী কি অবস্থায় দাঁড়িয়ে আছে! ডা: সরকারের এই পোস্ট প্রকাশ্যে আসার পর নেটিজেন দুনিয়ায় চিন্তার ভাঁজ পড়েছে।