নৃশংস মুখ্যমন্ত্রীর মদতে গণতন্র হত্যা হচ্ছে: বাবুল সুপ্রিয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি “নৃশংস”বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল-সুপ্রিয়। রবিবার দুষ্কৃতীদের হাতে খুন হন অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লা। যা নিয়ে বিজেপির নিশানায় রাজ্যের শাসক দল। সেই ধারা অব্যাহত রেখেই এই ইস্যুতে মূখ্যমন্ত্রীকে ঝাঝালো আক্রমণ করেন বাবুল। সোশ্যাল মিডিয়ায় চড়া সুরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন,” নৃশংস মুখ্যমন্ত্রীর তৃনূমুল নেতা-কর্মী থেকে শুরু করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করছে।” ইতিমধ্যে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেছেন বাবুল। মঙ্গলবার একইভবে মনীশ শুক্লা হত্যা নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে একহাত নেন তিনি। বলেন,” উনি মানুষের মুখ্যমন্ত্রী না হয়ে টিএমসির মুখ্যমন্ত্রী হয়ে ভাই-ভাইপোর স্বার্থে কাজ করেন।” মনীশ শুক্লা প্রসঙ্গে বাবুলের মত,” একজন যে তৃণমূলের উপর বিতশ্রদ্ধ হয়ে বিজেপিতে এসেছিলেন। তৃণমূলের গুণ্ডারা জোড় করে তাকেও ফের তৃণমূলে ফেরাতে চেয়েছিল।” গতকাল রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘটনায় পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় দাড় করিয়েছেন। এদিন তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বাবুল। বলেন,” ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছেন তা তদন্তকে প্রভাবিত করবে। মুখ্যমন্ত্রী তার দলবলকে দিয়ে এই তদন্ত প্রভাবিত করতে লাগাতার মিথ্যে কথা বলে চলেছেন।”
Binaymaji308@gmaill.coom
Ok