করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হাসপাতালে।

নিউস বেঙ্গল 365, কলকাতা: দাদা সাহেব ফালকে জয়ী বিশিষ্ঠ অভিনেতা করোনায় আক্রান্ত হলেন।আজ সকালে তাঁকে বেলভিউ হাসপাতাল ভর্তি করা হয়েছে।বছর বয়সী অভিনেতা গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পারিবারিক ডাক্তারের পরামর্শে গতকাল তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পসিটিভ আসার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করেন আজ সকালে। বেলভিউ সূত্রে জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল তবু কোনো ঝুঁকি নিতে রাজি নন হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু অভিনেতার ক্রনিক নিউমোনিয়া রয়েছে। সৌমিত্রবাবুর কন্যা পৌলোমী বসু জানিয়েছেন, ‘বাড়িতে যদি কিছু প্রব্লেম হয় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে হাসপাতালে থাকলে তাদের পর্যবেক্ষনে থাকবেন তাই ভর্তি করা হয়েছে।চিন্তার কিছু নেই সারা বছর তিনি প্রায় নিউমোনিয়ায় ভোগেন তাই সেটা একটু ভাবাচ্ছে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফোন করে অভিনেতার খোঁজ খবর নিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, অসুস্থ হওয়ার আগে অভিনেতা পুরো মাত্রায় শুটিং করে গেছেন অভিযান ছবির। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অভিযান ছবিটি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। সৌমিত্রবাবু নিজেই তাঁর বার্ধক্য বয়সের চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর যুবক বয়সের চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত,।