মণীশ শুক্লার খুনের পিছনে বিজেপিকেই দায়ি করলেন ফিরহাদ হাকিম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্লার হত্যাকাণ্ডে এবার পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় দাড় করালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তুললেন বেশ কিছু প্রশ্নও। ইতিমধ্যে এই ঘটনার জন্য সরাসরি রাজ্যে পুলিশকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। ঠিক সেই সময় বিজেপিকেই পরোক্ষভাবে এই “খুন”এর জ্ন্য দায়ী করলেন তিনি। এমনকী বিজেপি ছাড়তে চেয়েছিলেন বলেই এই ঘটনা কি না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তার প্রশ্ন,”কেন মণীশকে সি আরপিএফ নিরাপত্তা দেওয়া হল না? অর্জুন সিং কেন কলকাতায় এল? ওর নিরাপত্তারক্ষীরা কেন সরে গেল? এমন অনেক প্রশ্নই মনের মধ্যে ঘুরছে।” এই হত্যাকাণ্ডে সন্দেহের তীর তিনি ঘুরিয়ে দিয়েছেন বিজেপির দিকেই। তার স্পষ্ট বক্তব্য, “এর পিছনে অন্য কোনও কারন নেই তো? অর্জুনের চাপে ও বিজেপি গিয়েছিল, কিন্তু ওখানে ও ভাল ছিল না। আবার তৃণমূলে ফিরতে চেয়েছিল। কথাও হয়ে গিয়েছিল। তার আগে এই খুন কেন? “ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। কিন্তু তা মানতে নারাজ ফিরহাদ। তার বক্তব্য,” পুলিশের কাজের প্রতি আমার পুর্ণ আস্থা রয়েছে। আসল সত্যিটা সামনে আসবে। “পাশাপাশি পুলিশ প্রসঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এর বিষয়ও তুলে ধরেন পুরমন্ত্রী। বলেন, “সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ। চক্রান্ত সামনে আসবে। তার কারণ এটা উত্তরপ্রদেশ নয়। এনকাউন্টার করবে না বলেই আমার বিশ্বাস। সত্যিটা চাপা পড়বে না। বিচারকের সামনে দোষীকে নিয়ে আসবে।” ইতিমধ্যে মণীশ শুক্লার হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবী জানিয়েছে তার পরিবার। দাবী জানাতে এনআরএস থেকে মৃতদেহ নিয়ে সরাসরি রাজভবনে গিয়েছে বিজেপি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং নিজে জানিয়েছেন,” আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সিবিআই চাইতে তাই রাজ্যপালের কাছে দাবী জানাবো। রাজ্য পুলিশকে আমাদের ভরসা নেই।” সেখানে ফিরহাদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের প্রয়োজন নেই।