টার্গেট করে খুন বন্ধ হোক: রাজ্যপাল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ডাকা হয়েছিল স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে। সকাল 10 টার সময় তাদের রাজভবন আসার কথা থাকলেও, তারা আসেন নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের বিরুদ্ধে ট্যুইট করেন জগদীপ ধনকর। তবে সোমবার সকালে রাজভবনে সরাসরি রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে চলে গিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর অনেকটা “বরফ গলে”। পরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক নিয়ে ট্যুইট করেন তিনি। সুর নরম থাকলেও, রাজ্যকে খোচা দিতে ছাড়েননি সাংবিধানিক প্রধান। রাজ্যপাল ট্যুইট করে বলেন “রাজনৈতিক খুন বন্ধ হোক। টার্গেট করে খুন বন্ধ হোক। আমার উদ্বেগের কথা জানিয়েছি মুখ্য সচিবকে। আশা করি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন।” রবিবার ব্যারাকপুরে বিজেপি নেতা মনীশ শুক্লা খুন হওয়ার পরপরই রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে তলব করেন। রবিবার রাতেই ট্যুইট করে গোটা ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলেও মন্তব্য করেন। রবিবার রাতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ট্যুইট করে উদ্বেগের কথা জানান রাজ্যপাল । সোমবার সকাল দশটা নাগাদ রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিব আসার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে না আসায় ক্ষোভ জানিয়ে ট্যুইট করেন রাজ্যপাল। কিন্তু সেই ট্যুইটের কিছুক্ষণ বাদেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে পৌঁছে যান। প্রায় আড়াই ঘন্টা সোমবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানা না গেলেও রাজভবন সূত্রের খবর ব্যারাকপুরের বিজেপি নেতা মনিশ শুক্লার খুনের ঘটনার প্রেক্ষিতে এদিন দীর্ঘ আলোচনা হয় মুখ্য সচিবের সঙ্গে। গোটা ঘটনায় রাজ্য পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে জেনে নেন রাজ্যপাল।
ছবি- রাজভবনের সৌজন্য