ধীরে ধীরে উত্তরপ্রদেশ, বিহারের মতো মাফিয়া রাজের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ:দিলীপ ঘোষ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: এতদিন যে অভিযোগ ছিল বিরোধিদের। এবার তাতেই সিলমোহর দিলেন দিলীপ ঘোষ। করে ফেললেন বেফাঁস মন্তব্য। সোমবার মনীশ শুক্লা হত্যা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। এনডিএ শাসিত উত্তরপ্রদেশ ও বিহারে “মাফিয়া রাজ” চলছে বলে নিজেই মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন , “উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়।” যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই হাসরাথ ইস্যুতে যোগী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতাকে সুবিচার দেওয়ার দাবিতে পথে বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতির মুখে বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনা একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক সমালোচকদের মতে, দিলীপবাবুর এদিনের মন্তব্যই বুঝিয়ে দিল যোগীর উত্তরপ্রদেশ ও নীতিশ কুমারের বিহারের পরিস্থিতি। বিহার নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতির এহেন মন্তব্য আদপে দলেরই অস্বস্তি বাড়ালেন, তা বলার অপেক্ষা রাখে না।