অপমানিত বিধায়ক এবার আনুগত্যের পথে ?
নিউস বেঙ্গল 365, কলকাতা: অপমানিত তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামী দলের সব সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন। কোচবিহার জেলা কমিটি গঠন নিয়ে দলীয় কোন্দলের জেরে মিহির গোস্বামী দল ছাড়ায় জেলা ছাড়িয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি ঘাসফুল ছেড়ে এবার পদ্মফুলে? মুকুল রায় বিজেপিতে পদ পাওয়ার সঙ্গে সঙ্গে মিহির গোস্বামীর ‘অপমানিত’ হওয়ার কথা মনে হওয়ায় রাজনৈতিক মহল কিন্তু এই ব্যাপারটা অন্য চোখে দেখছে। তাৎপর্যপূর্ণ ভাবে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সমস্ত দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন তৃণমূল বিধায়ক। তৃণমূলে থাকাকালীন মুকুল রায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা বেশ কয়েকজনের একজন ছিলেন মিহির গোস্বামী। সুতরাং তৃণমূল বিধায়কের পদ্ম শিবিরে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল। অন্যদিকে মুকুল রায়ের অত্যন্ত কাছের বলে পরিচিত ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত জানিয়ে দিলেন নির্বাচনে দলের হয়ে দাঁড়াবেন না তিনি। তিনি জানিয়েছেন, ’10 বছর আমি আপনাদের সঙ্গে থেকেছি। এবার নতুন প্রার্থী আসবে সে কাজ করবে।’ তাঁর এই ঘোষণা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এই দুই ঘটনার কোনও যোগসূত্র আছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ এক যুব নেতা জানালেন, ‘খেলা তো সবে শুরু, দেখুন না কি হয়! দাদার লিস্টের কথা মনে আছে তো ?