রাজ্যে মানবাধিকারের টুটি চেপে ধরা হচ্ছে: রাজ্যপাল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ক্রমশই সংঘাত বাড়ছে রাজভবন-নবান্ন’র। প্রায় প্রতিদিনই দুই তরফে টুইট যুদ্ধ বা পত্র চালাচালি চ্লছে। আর তা থেকে বাদ গেল না রবিবারও। এদিনও ফের মুখ্যমন্ত্রীকে টুইটবিদ্ধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে গণতন্ত্র নষ্ট হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। টুইটে রাজ্যপাল লেখেন, “রাজ্যে মানবাধিকারের টুঁটি চেপে ধরা হচ্ছে। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকেও পঙ্গু হতে দেওয়া যাবেনা।” সাম্প্রতিককালে একাধিকবার রাজ্য সরকারকে তুলোধনা করেছেন রাজ্যপাল। এমনকী রাজ্যের প্রশাসনিক স্তরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগও করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন পুলিশের ভুমিকা নিয়েও। রাজ্যপালের “রোষ” থেকে বাদ পড়েননি রাজ্য পুলিশের ডিজিও। আর তার পালটা জবাবি চিঠিও রাজভবনে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যপালের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠি হাতে পাওয়ার পরই সাংবাদিক বৈঠকও করেন রাজ্যপাল। সেদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক দায়িত্ব পালন না করার অভিযোগে সরব হন তিনি। এমনকী তাঁকে তাঁর দায়িত্বের পাঠ দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যপাল। এছাড়া চাঁচাছোলা ভাষায় রাজ্য পুলিশের ডিজিকেও আক্রমণ করেন জগদীপ ধনকড়। তবে তারপরেও থামেননি তিনি। একাধিকবার টুইটে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল।