কলকাতা
নবান্ন অভিযান সফল করতে হাসপাতাল থেকে ভিডিও বার্তা অনুপম হাজরার।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: আগামী 8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযান।এই অভিযানকে সফল করতে জেলায় জেলায় ঘুরছেন রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান।বেশ কিছুদিন ধরে দিনরাত এক করে জায়গায় জায়গায় ঘুরছিলেন রাজ্য যুব মোর্চার সহ সভাপতি তথা বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক ড: অনুপম হাজরা। কিন্তু করোনা শরীরে বাসা বাধায় হসপিটালে বিছানা বন্দি। কিন্তু মন পরে রয়েছে 8 তারিখের দিকে। তাই অভিযান সফল করতে বিছানা থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন দলের কর্মীদের।