পিনকন চিটফান্ড মামলায় যাবজ্জীবন কারাদণ্ড।
নিউস বেঙ্গল 365, কলকাতা: চিটফান্ড কেলেঙ্কারিতে জর্জরিত পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো চিটফান্ড কোম্পানির মাথা সাজা পেলো। শনিবার সন্ধ্যায় তমলুকে পূর্ব মেদিনীপুরের থার্ড অতিরিক্ত জেলা আদালত পিনকন কোম্পানির কর্নধার মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমী রায় সহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়াও আমানতকারীদের টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন মহামান্য বিচারক। মোট কুড়িজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, দুইজনের মামলা চলাকালীন মৃত্যু হয় ও বাকি দশজন প্রমানের অভাবে বেকসুর খালাস পেয়ে যান। পিনকন পঞ্জি স্কিমের মাথা মনোরঞ্জন রায় শারীরিক কারণে হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনানো হয়। সূত্রে খবর, পিনকন চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে মনোরঞ্জন রায়ের স্ত্রী নিখোঁজ হয়ে যান। পিনকন কোম্পানি বেআইনিভাবে বাজার থেকে প্রায় 864 কোটি টাকা তুলেছিল বলে জানা যায়।