ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্রিত নন মমতা।
নিউস বেঙ্গল 365, কলকাতা: আজ, রবিবার বিকাল তিনটায় ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা আনুষ্ঠানিক ভাবে দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও আমন্ত্রিত স্থানীয় সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় এই অনুষ্ঠান বয়কট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর জন্য। স্থানীয় বিধায়ক পরেশ পাল পূর্ব নির্ধারিত ইলিশ উৎসবে থাকবেন বলে এই অনুষ্ঠানে না আসলেও আরেক স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সাধন পান্ডে এই অনুষ্ঠানে যোগ দেবেন অনলাইন এ । তাঁকে মমতা ব্যানার্জীর আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এতকিছু বুঝি না, স্থানীয় বিধায়ক হিসাবে উপস্থিত থাকবো’। প্রায় ২৫ বছর পরে শহরের পাতাল মানচিত্রে নতুন স্টেশন যুক্ত হচ্ছে বলে ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর। নতুন স্টেশন যোগ হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। সোমবার সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য এই পরিষেবা খুলে দেওয়া হবে। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। চালক যাতে সরাসরি রেলমন্ত্রীর পতাকা নাড়া দেখতে পান সেই জন্য ফুলবাগান স্টেশনের আপ প্ল্যাটফর্মে থাকছে জায়ান্ট স্ক্রিন।