বিজেপি নেতারা ভয়ঙ্কর কাপুরুষ : নুসরত
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : হাথরাস গণধর্ষণ কান্ড নিয়ে বিজেপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান রুহী। শনিবার এই ইস্যুতে টুইটারে নুসরত লেখেন, “বিজেপি নেতা মানেই চূড়ান্ত কাপুরুষ! যে সংখ্যক মহিলা এবং দলিতদের নির্যাতন আপনার শাসনকালে হয়েছে, তা আর কতদিন লুকিয়ে রাখবেন নরেন্দ্র মোদিজি? আমরা আমৃত্যু লড়ে যাব।” উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর হাথরাসে মা ও ভাইয়ের সঙ্গে মাঠে ফসল তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন দলিত তরুণী। অভিযোগ, চার-পাঁচ জন উচ্চবর্ণের ব্যক্তি তাঁকে ধর্ষণের পর জিভ কেটে নেয়। তাঁর শিড়দাঁড়ার হাড় ভেঙে যায়। কেটে দেওয়া হয় জ্বিবও। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা দুই সপ্তাহের লড়াইয়ের পর তাঁর মৃত্যু হয়। নুসরাতের এই টুইটের পর নেটিজেন দুনিয়ায় পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়া আসা শুরু হয়।