এবার ঘুরে দাড়াতে হবে আর সহ্য নয়: অগ্নিমিত্রা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : হাথরাস নিয়ে যখন সারা দেশে রীতিমত বিপাকে গেরুয়া শিবির। তখনই বাংলায় নারী নির্যাতন নিয়ে মমতা বন্দ্পাধ্যায়ের সরকারকে একহাত নিলেন অগ্নিমিত্রা পাল। এর আগে বাংলায় নারী সুরক্ষার উপর জোড় দিতে “উমা” নামক একটি কর্মসূচী নেয় মহিলা মোর্চা। শুক্রবার উত্তর কলকাতায় তার প্রথম প্রশিক্ষণ শিবির চালু হল। তবে মহিলা মোর্চার কর্মসূচী হলেও, নিজে করোনা আক্রান্ত হওয়ায় আপাতত বাড়িতেই থাকছেন তিনি। আর সেখান থেকেই দেওয়া একটি ভিডিও বার্তায় রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি। তার বক্তব্য,” বাংলায় নারীর গর্ভগৃহে অসুর প্রবেশ করেছে। তাই ঘরে ঘরে উমা চাই।” ইতিমধ্যে বাংলায় নারী নির্যাতন নিয়ে গোটা রাজ্যে বড়সড় আন্দলোন করছে মহিলা মোর্চা। সেই কথা মনে করিয়ে দিয়ে শুক্রবার এই ভিডিও বার্তায় তিনি বলেন, ” বাংলায় নারীদের অব্স্থা খুব শোচনীয়। এখানে মেয়েরা ন্যায় বিচার পায়না। দিনে-রাতে নারী নির্যাতন হচ্ছে। তাই আর নয়, এবার ঘুরে দাড়াতেই হবে। বাংলায় মেয়েদের এবার আত্মরক্ষার সময় হয়েছে।”