রেলে চাকরির নামে প্রতারণা, বিজেপি নেতা ধৃত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: রেলে চাকরির নামে প্রতারণা। উত্তর ২৪ পরগণা থেকে গ্রেফতার বিজেপি নেতা। গুসকরার বাসিন্দা সব্যসাচী মণ্ডল নামে এক যুবক সম্প্রতি অভিযোগ দায়ের করেন, রেলে চাকরির নাম করে তার থেকে টাকা নিয়ে শেষে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে গ্রেফতার করা হয় এক মহিলা- সহ ৫ জনকে। তাদের মধ্যে ভৈরব বন্দ্যোপাধ্যায় ও পূর্ণিমা দে নামে দুইজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আর এই ধৃতদের জেরা করে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিজেপি নেতা ও এক বিজেপি কর্মীকে। ধৃতদের জেরা করে চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হানা দেয় উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় দিবাকর রায়কে। তারপর তাকে জেরা করে বীজপুর থেকে রাজেশ প্রামানিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দিবাকর উত্তর দমদম কেন্দ্রের উত্তর মণ্ডলের বিজেপির তপশিলি মোর্চার সহ-সভাপতি। গোটা বিষয় নিয়ে ওই মণ্ডলের বিজেপির তপশিলি মোর্চার সভাপতি অভিষেক বিশ্বাস বলেন” আমি জানিনা বিষয়টা ঠিক কি ঘটেছে। তবে যদি তিনি সত্যিই এমন কার্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে আইনত বিচার হোক। তবে দিবাকর রায় সক্রিয় বিজেপি কর্মী। ” অপরদিকে পুলিশ সূত্রে খবর, টাকা তুলে দিবাকরকে জমা দিত বলেই জেরায় ধৃত ভৈরব জানিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক আ্যকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হত। কখনও ভৈরব সরাসরি টাকা দিয়ে আসত দিবাকরের হাতে। পুলিশ জানতে পেরেছে ভৈরব ও আরও কয়েকজন মিলে গত ৬ মাসে একাধিক আ্যাকাউন্টের মাধ্যমে দিবাকরকে দিয়েছে ২০ লক্ষ টাকা। দিবাকর আবার কখনও কখনও রাজেশের হাত দিয়ে অন্য একজনের কাছে টাকা পাঠাত বলেও জানা গিয়েছে। তবে কে সেই তৃতীয় ব্যক্তি পুলিশ তা এখনও জানতে পারেনি।