বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে: দিলীপ ঘোষ
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সাফাই দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনার সাফাই গাইতে গিয়ে রাজ্যে “ধর্ষণ”এর ঘটনার প্রসঙ্গ তুলে পাল্টা কার্যত রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, “যারা রাজনীতি করছেন তারা দেখুন বাংলায় কী হচ্ছে। সারা দুনিয়ার জঙ্গিদের বাংলা থেকে পাওয়া যায়। যেখানে সেখানে সাম্প্রদায়িত দাঙ্গা হয়। বাদুড়িয়া, বসিরহাট, রানিগঞ্জ আসানসোল, ধূলাগড়ে কেন দাঙ্গা হয়। এরপরেও এখানে মনে হয় শান্তি রয়েছে? শ্মশানের শান্তি বিরাজ করছে বাংলায়। পাড়ায় পাড়ায় খুন, ধর্ষণ হচ্ছে।” হাথরস নিয়ে ইতিমধ্যে সরগরম দেশের রাজনীতি। বৃহস্পতিবারই হাথরাসের নির্যাতিতার পরিজনদের সঙ্গে দেখা করতে গেলে যান রাহুল এবং প্রিয়াঙ্কাকে দেখা করতে দেওয়া হয়নি। উল্টে যোগীর পুলিশ রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগও । এই ইস্যুতেও এদিন কংগ্রেসকেও একহাত নেন দিলীপ। তিনি বলেন, “কংগ্রেসের হিম্মত নেই টিএমসির বিরুদ্ধে বলার। তৃণমূলের বি টিম কংগ্রেস। কংগ্রেসের সাহস নেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলার।” এদিন তার নিশানায় মমতার পাশাপাশি অধীর চৌধুরিও। বিজেপি রাজ্য সভাপতির দাবি, অধীর চৌধুরি “লোক দেখানো’ আন্দোলন করেন। তাঁর বক্তব্য, “যদি দিল্লি বলে তৃণমূলের সঙ্গে সন্ধি করতে তবে তিনি দিদিমণির বাড়িতে গিয়ে চা খেয়ে আসবেন।” এদিন কৃষি আইনের সমর্থন করে বিরোধীদের তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, “কৃষকরা যথেষ্ট খুশি। ক্ষতিগ্রস্ত দালালরাই শহরে এসে মিছিল করছে।”