মোবাইল টাওয়ার ইনস্টলেশনের নামে ৮০,০০,০০০ টাকা প্রতারিত খোদ তিলোত্তমা কোলকাতায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- কলকাতার বিমানবন্দরের ইটালগাছা এলাকার বাসিন্দা কাশীনাথ সেনের লিখিত অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা নং ৫৭/২০, ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ৪১৯/৪২০/৪০৬/১২০ বি ধারায় রুজু করা হয় | অভিযোগকারী মোবাইল টাওয়ার ইনস্টলেশনের নামে ৮০,০০,০০০ টাকা প্রতারিত হয়েছেন বলে জানিয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে দেবম উপদেষ্টা প্রাইভেট লিমিটেড ও কারডকার্ট ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি। কোম্পানির দুই পরিচালক দেবব্রত চক্রবর্তী (২৭) এবং সৌমিক দেবনাথ (৩০) কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। লেকটাউন থানা এলাকার অধীনে বাঙ্গুরে অবস্থিত দুটি অফিসও সিল ও করে দেওয়া হয়েছে। ব্যাংক সম্পর্কিত কাগজপত্র, অফিসের কাগজপত্র, নগদ ৫০,৫০০ টাকা এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড তাদের অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়।