কৃষি আইনের সমর্থনে বিজেপির বাইক মিছিল আটকালো পুলিশ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বেলেঘাটা ক্রসিংয়ের কাছে বাইক মিছিল শুরুর আগেই আটকে গেলো পুলিশের বাধায়। চললো ধুন্দুমার কান্ড। বিজেপির অভিযোগ মিছিলের অনুমতির জন্য আগেই পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো মিছিলের অনুমতি দেয়া হচ্ছে না। বিজেপির অভিযোগ, পুলিশ জোর করে তাঁদের মিছিলে যোগদানের আগেই আটকে দেয়। বেশ কিছু দলীয় কর্মীদের মোটর বাইকের চাবি ছিনিয়ে নেয়া হয়। আটক করা হয় দলীয় কর্মীদের। কলকাতার বিভিন্ন অঞ্চলে এই মিছিল যাওয়ার কথা থাকলেও পরে রুট সংক্ষিপ্ত করে শিয়ালদা র দিকে চলে যায় শুধু মাত্র কয়েকটি চার চাকা গাড়ি নিয়ে। একটি হুডখোলা জীপে নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। এর পরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।বিজেপি কর্মিদের মারধর করা হচ্ছে’। তিনি আরো বলেন, ‘রাজ্যে পরিবর্তনের হাওয়া বুঝে টিএমসি দাদাগিরি শুরু করেছে’।