বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিজেপির অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল বিধায়ক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একে অপরের প্রতি দোষারোপ লেগেই থাকে।বিজেপি বরাবরই অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙ্গুল তুলে এসেছে। সঙ্গে নতুন সংযোজন, রাজ্যে গরু পাচার সহ আলকায়দা জঙ্গিযোগ যার জেরে তোলপাড় হয়েছে রাজনৈতিক দুনিয়া। বাংলায় আলকায়দা যোগ নিয়ে ইস্যুটি রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরে ছড়িয়ে পড়েছে। মুখ পুড়েছে রাজ্য সরকারের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশের বিষয়টি মানতে নারাজ। এবার বিজেপির করা অনুপ্রবেশের অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল কংগ্রেসেরই পশ্চিম ক্যানিংয়ের বিধায়ক শ্যামল মণ্ডল। বিধায়ক, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে অভিযোগ করেছেন, ‘বাংলাদেশ থেকে আসা এই অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা করে দিতে তৃণমূলেরই একাংশের যোগ রয়েছে।’ তাঁর আরো অভিযোগ, ‘অনুপ্রবেশকারীরা সুন্দরবন এলাকাতে ম্যাংগ্রোভের জঙ্গল সাফ করে দিয়ে সেখানে বসতি গড়ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।’ বিজেপি বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের রুখতে ব্যর্থ হওয়ার বিষয়ে অভিযোগ এনেছে, তখন তৃণমূল পাল্টা অভিযোগ এনে বিজেপিকে তোপ দেগেছে। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে আলকায়দা জঙ্গিদের ধরা নিয়ে বিজেপির অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ববি হাকিম সেই সময় উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। নিজের দলের বিধায়কের করা এই অভিযোগে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে শ্যামল মণ্ডলের অনুপ্রবেশকারী নিয়ে করা অভিযোগের জেরে ‘বিজেপির দাবি ফের প্রমাণিত হল’ বলে মন্তব্য করেছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।