কলকাতা
করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহমের শরীরে বেশ কিছুদিন হল কিছু উপসর্গ দেখা দিয়েছে। তাই তিনি ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায়, সোহম করোনায় সংক্রমিত। তারপরই তিনি কলকাতায় একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউ-ই করোনা আক্রান্ত নন। এই মুহর্ত্যে তাঁরা বাড়িতেই হোম কোয়ারিন্টিনে আছেন।