কলকাতা
আগামী ৩ দিন শিয়ালদা উড়ালপুল বা বিদ্যাপতি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আগামী বুধবার থেকে ৩ দিন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য শিয়ালদা উড়ালপুল বা বিদ্যাপতি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ২,৩ ও ৪ তারিখ মাটির নীচ দিয়ে বউবাজার থেকে শিয়ালদা স্টেশনের দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলবে। সতর্কতার নিরিখে ওই ৩ দিন উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি তিনদিন উড়ালপুলের নীচে থাকা সব দোকানও বন্ধ রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।