কলকাতা
হিসাব বুঝে নেব কড়ায় গন্ডায়: ড: সুজন চক্রবর্তী
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বিধানসভায় সিপিএম দলনেতা ড: সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জীর নাম না করে টুইট করে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি লিখেছেন, ‘যত খুশী হেনস্তা অথবা মামলা করুক – মাননীয়াকে হিসাব কিন্তু দিতেই হবে’। তিনি প্রশ্ন করেছেন, ২০১১ সালে কালীঘাটের ব্যানার্জি পরিবারের সম্পত্তির পরিমান কত ছিল? পরিবর্তনের জমানায় বাড়ল কত? কিভাবে? কার অনুপ্রেরণায়?’ সুজন চক্রবর্তী সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেবেন বলে কটাক্ষ করে লিখেছেন, সততার প্রতীক কি উত্তর দেবার হিম্মত দেখাবেন?