মমতার পাশে দাড়িয়ে অনুপমকে আক্রমণ অধীরের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অনুপম হাজরার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। পাশে দাড়ালেন মুখ্যমন্ত্রীর। বিতর্কের সূত্রপাত রবিবার। ওইদিন বারুইপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সদ্য সর্ব ভারতীয় সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়া অনুপম হাজরা। সেখানেই বেশিরভাগ কর্মী-সমর্থকের মুখেই মাস্ক ছিল না। এমনকী অনুপমও মাস্ক পরেননি। কোভিডবিধি লঙ্ঘন প্রসঙ্গেই প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্নের জবাবেই অনুপম বলেছিলেন, “করোনা হলে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” এই নিয়েই শুরু হয বিতর্ক। এমনকি শিলিগুড়ি থানায় অনুপমের বিরুদ্ধে এফআইআর করে তৃনূমুল। শেষ পর্যন্ত ময়দানে নামতে হয় মুকুল রায়কে। ” মুখ খোলার আগে সতর্ক” হওয়া উচিত বলে কেন্দ্রীয় সম্পাদককে বার্তা দেন কেন্দ্রীয় সহ-সভাপতি। আর এবার এই ইস্যুতেই নাম না করে অনুপমকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর তা করতে গিয়ে পাশে দাড়ালেন রাজ্য রাজনীতিতে কট্টর বিরোধী বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যাযের। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন,”একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার সংস্কৃতির অপমান বলে মনে করি।” রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্যত সাপে-নেউলে সম্পর্ক অধীরের। সেই কথা মনে করিয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য,” মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে, অভিযোগ করার অধিকার আমার আছে কিন্তু তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোন অধিকার নেই।” পাশাপাশি নাম না করে অনুপম হাজরাকে নিশানা করে তিনি আরও বক্তব্য, “প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তার দয়াতে সাংসদ হয়েছিলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।”