তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর এর জবাব দিলেন বিজেপি নেতা অনুপম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ইতিমধ্যে অনুপম হাজরার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল উদ্বাস্তু পরিষদ। তাঁরা হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের সব থানায় অভিযোগ দায়ের করা হবে অনুপমের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিন্দুমাত্র ভয় না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবার গর্জে উঠলেন বিজেপি সম্পাদক অনুপম হাজরা।তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন অনুপম লিখেছেন, ‘যদি তাঁর মন্তব্য অবমাননাকর হয়ে থেকে, তার উপর ভিত্তি করে যদি এফআইআর হয় তাহলে সেইসব দিনগুলো ভুলবেন না, যখন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি বলেছিলেন “কোমরে দড়ি বেঁধে ঘোরাবো”। তিনি আরো লিখেছেন, ‘যখন রাজাপালকে কথায় কথায় আপনার দলের নেতা মন্ত্রীরা অপমান করে থাকেন, সেইসব অবমাননাকর রাতগুলোকে ভুলবেন না যে সব রাতগুলোতে আপনার পুলিশের তত্ত্বাবধানে করোনা আক্রান্ত মানুষের দেহ কেরোসিন দিয়ে পোড়ানো হয়েছিল।’ পরিশেষে তিনি মুখ্যমন্ত্রীকে নাম না করে বলেছেন, ‘কথা দিলাম এফআইআর আপনার বিরুদ্ধেও হবে এবং সুদসমেত হবে। আর কয়েকমাস অপেক্ষা করুন।’