পরিযাযী শ্রমিকদের মৃত্যু নিয়ে সঠিক তথ্য নেই কেন্দ্রের হাতে, তোপ মমতার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় এবার কেন্দ্রকে বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্পাধ্যায়। সদ্য শেষ হওযা বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিক কিংবা শ্রমিক স্পেশ্যালে পরিযায়ীদের মৃত্যু নিয়ে বারবার তথ্য চাওয়া সত্ত্বেও তা বিরোধীদের দিতে পারে নি কেন্দ্র। পাল্টা জানিয়েছে, তাঁদের কাছে নাকি এই সংক্রান্ত কোনও তথ্যই নেই। আর তা নিয়ে সোমবার আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে মোদি সরকারকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটারে লেখেন, ” আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস। বাদল অধিবেশনে কেন্দ্রের স্বরূপ যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্র বলেছে, তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার মানুষের কাছে দায়বদ্ধ।” প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করে বিরোধী দলগুলি। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কতজন শ্রমিকের মৃ্ত্যু হয়েছে, সেই প্রশ্নও তোলেন বিরোধীরা। জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ি ফেরার পথে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে, তা জানেই না সরকার। তাঁদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য নেই। এমনকী, শ্রমিক স্পেশ্যালে মৃত্যুর তথ্য নিয়েও জলঘোলা হয়। এদিন সেসব নিয়েই কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন মমতা।