কলকাতা
নতুন ছবির শুটিং করতে লন্ডন গেলেন নুসরাত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : রবিবার লন্ডন উড়ে গেলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান রুহি। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে ছবি তুলে টুইট করেছেন তিনি। এসকে মুভিস এর পরবর্তী ছবি সায়ন্তন ঘোষালের পরিচালনায় স্বস্তিক সংকেত ছবির শুটিং এর জন্য লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেলেন নুসরাত। লকডাউনের পর এই প্রথম কোনো বাংলা ছবির শুটিং বিদেশে হচ্ছে। জানা গেছে, লন্ডনের বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং হবে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জী, রুদ্রনীল ঘোষ প্রমুখ।